চসিকের তেল চুরির দায়ে চালক চাকুরিচ্যুত

চসিকের লোগো

চট্টগ্রাম: তেল চুরির দায়ে করপোরেশনে গাড়ি চালক বজলুল রহমানকে চাকুরিচ্যুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। পাশাপাশি চোরাই তেল ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

চসিক সূত্রে জানা যায়, শুক্রবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে সরাইপাড়া পোট কনেকটিং রোড়ে মনির উল্লাহ শাহ’র দোকানে চালক বজলুল রহমান তেল বিক্রি করছিলো। এ সময় কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী ও মোহাম্মদ সাবের আহমদ বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। আবর্জনাবাহী গাড়িতে ব্যবহৃত ৪ কন্টেইনার তেল মেসার্স মনির উল্লাহ শাহ দোকানে তেল বিক্রির সময় হাতে নাতে আটক করেন এ দুই কাউন্সিলর।

পরে বিষয়টি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে জানালে তিনি থানায় সোপর্দ করেন এবং চাকুরিচ্যুত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে চসিক পুল সহকারী জামশেদ বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় মেসার্স মনির উল্লাহ শাহ’র দোকান মালিক শাহ জাহান এবং গাড়ি চালক বজলুল রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন