লামায় কৃষকের সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মতবিনিময়

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএডিসি’র উপ-পরিচালক মাহফুজুর রহমান।

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন দপ্তরের সেবা সমূহ পৌঁছানোর লক্ষে কৃষকদের সাথে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের উপজেলা কার্যালয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.মামুন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এগ্রাে সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান।

এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কারিতাসের মাইক্রো ক্রেডিট কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ব্র্যাক ম্যানেজার মো. জসিম উদ্দিন, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ, এনজেড একতা মহিলা সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, সূর্যের হাসি ক্লিনিক প্রতিনিধি উম্মে গোলজার সাদিয়া বিশেষ অতিথি ছিলেন।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ স্ব স্ব বিভাগের সেবাসমূহ উপকারভোগী কৃষকের মাঝে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।