জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএসইসির রজতজয়ন্তী অনুষ্ঠানে শেখ হাসিনাসহ অন্যান্য অতিথিরা। ছবি: পিআইডি

ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন হয়ে বিনিয়োগ করারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কারো কথায় প্ররোচিত না হয়ে নিজে জেনে-বুঝে তারপর পদক্ষেপ নিন; তারপর বিনিয়োগ করুন। বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না।’

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

বিএসইসিসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের অবকাঠামোগত সুবিধা নিশ্চিকতরণের পাশাপাশি সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাসহ নানা কর্মসূচি ও কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে আপনাদের সবাইকে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়নের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। প্রায় ১০০টি শিল্পাঞ্চল সমগ্র বাংলাদেশব্যাপী আমরা গড়ে তুলেছি যাতে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর ফলে একদিকে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। এর ফলে দারিদ্র্যের হার কমেছে।’

‘অর্থনীতিকে বেগবান, বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের অবদান বৃদ্ধি এবং বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিতকরণের জন্য বিএসইসিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে পুঁজিবাজার স্থিতিশীল। প্রতিনিয়ত এ বাজারের উন্নয়ন হচ্ছে, দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজার। আমরাও এ বাজারকে সহায়তা দিচ্ছি। কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করছি। শেয়ার বাজারের লেনদেন ও কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শেয়ার করুন