পাঁচ ধাপে চাঁদা আদায় ১৩ কিলোমিটার মহাসড়কে

পাঁচ ধাপে চাঁদা আদায় ১৩ কিলোমিটার মহাসড়কে
ছবি : সংগৃহীত

এম.লুৎফর রহমান (নরসিংদী) : ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীবাহি বাস ভৈরব থেকে পুরিন্দা পর্যন্ত নরসিংদীর অংশে ১৩ কিলোমিটারেই চাঁদা দিতে হয় ৫ ধাপে। শ্রমিক ইউনিয়নের নামে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসব চাঁদা আদায় করে থাকেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাসচালকও। এ ব্যাপারে কেউ প্রতিবাদ করলেই মারধরের শিকার হতে হয় বলেও জানিয়েছেন নাম প্রকাশে একাধিক চালক।

এছাড়া শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ১০ টাকা চাঁদা আদায়ের নিয়ম থাকলেও নরসিংদীতে আদায় করা হয় ৩০ থেকে ১শ টাকা। স্থানীয় লোকজন ও বাসচাল ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর অংশে প্রায় ৫৫ কিলোমিটার। এর মধ্যে ইটাখোলা বাসস্ট্যান্ড, ভেলানগর বাসস্ট্যান্ড, সাহেপ্রতাপ বাসস্ট্যান্ড, পাচদোনা বাসস্ট্যান্ড ও মাধবদী বাসস্ট্যান্ডে ৩০ থেকে ১শ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদা আদায়কারীরা তাঁদের গালাগাল ও মারধর করে। চাঁদা আদায়কারী স্থানগুলোর মধ্যে ইটাখোলা, সাহেপ্রতাপ ও পাঁচদোনা বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যালয় আছে। ভেলানগর ও মাধবদীতে কোন শ্রমিক ইউনিয়ন নেই। স্থানীয় কয়েকজন প্রভাবশালী তাদের লোকজনের মাধ্যমে এসব চাঁদা আদায় করে থাকেন। তারা চাঁদা আদায়ের কোন রশিদও দেন না।

মঙ্গলবার দুপরে সরেজমিন মহাসড়কের ভৈরব থেকে পুরিন্দা পর্যন্ত ঘুরে দেখা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে প্রত্যেকটি বাস থেকে ৫০ টাকা, ভেলানগর বাসস্ট্যান্ডে ৮০ টাকা, সাহেপ্রতাপ বাসস্ট্যান্ডে ৩০ টাকা, পাঁচদোনা বাসস্ট্যান্ডে ৩০ টাকা ও মাধবদী বাসস্ট্যান্ডে ৮০ টাকা ও ১শ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

ইটাখোলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, এসব চাঁদা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। তাদের আপদে-বিপদে শ্রমিক ইউনিয়ন পাশে দাঁড়ায়। আর ৫০ টাকা করে নয়, আমাদের ইউনিয়নের ১০ টাকা করে চাঁদা ওঠানোর কথা। আমি খোঁজ নিচ্ছি। ভেলানগর বাসস্ট্যান্ডে প্রতিটি বাস থেকে ৮০ টাকা করে চাঁদা আদায় করছেন দেলোয়ার হোসেন নামের এক যুবক। কিসের টাকা আদায় করছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন, এটা শ্রমিক ইউনিয়নের চাঁদা। আমি সুপারভাইজার হিসাবে কাজ করি। আমি স্থানীয় ইয়াকুব মোল্লা, নওশাদ মোল্লা ও নয়ন মোল্লার তত্বাবধানে কাজ করি। এ ব্যাপারে ইয়াকুব মোল্লা বলেন, আমরা ঢাকা মিতালী বাস মালিক সমিতির লোক। আমার লোকজন ২০ টাকা করে উঠায় বাসের ওয়ে-বিল চেকারের খোরাকি হিসাবে। আর নয়ন মোল্লা ও বাছেদের লোকজন উঠায় ৮০ থেকে ১শ টাকা। তারা অন্য মালিক সমিতির লোক।

এছাড়া পাঁচদোনা বাসস্ট্যান্ডে চাঁদা আদায় করতে দেখা যায় বজলু মিয়া নামের এক সুপারভাইজারকে। তার সংগে কথা বলতে চাইলে তিনি কোন কথার উত্তর দিবেন না বলে চলে যান।

অন্যদিকে মাধবদী বাসস্ট্যান্ডে চাঁদা আদায় করছেন গিট্টু মিয়া নামের এক ব্যক্তি। তিনিও কথা বলতে রাজি হননি। তবে স্থানীয়রা জানায়, গিট্টু মিয়া ও সামসুল ইসলাম স্থানীয় এনায়েত হোসেন আপেল মিয়া নামের এক প্রভাবশালীর হয়ে চাঁদা আদায়ের কাজ করেন। সড়ক ও জনপথ (সওজ) নরসিংদী কার্যালয়য়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, সওজ কাউকে মহাসড়ক থেকে চাঁদা উঠানোর অনুমোদন দেয়নি। চাঁদা উঠানোর বিষয়টি আমার জানা নেই।