
নয় দিন কারাভোগশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানিশেষে খারিজ করে দিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার চাঁদাবাজির মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পান মোজাম্মেল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম মুক্তি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন আদালত খারিজ করে দেয়। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা ছিল না।
দুলাল নামে পরিবহন খাতসংশ্লিষ্ট এক ব্যক্তির কথিত চাঁদাবাজির মামলায় গত ৫ সেপ্টেম্বর রাতে মোজাম্মেলকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে সেদিন তাকে কারাগারে পাঠান।