
সারা দেশের মতো দ্বীপ জেলা চরফ্যাশনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি বলেন, উন্নয়নের জন্যই জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। নৌকা প্রতীকে ভোট দিবে। আর উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
স্থানীয় উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে উপমন্ত্রী বলেন, চরফ্যাশন-মনপুরায় সাড়ে ৯ বছরে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন দেখে সারা দেশের মানুষ অবাক হন। বিস্ময় প্রকাশ করেন। আওয়ামী লীগের উন্নয়নের রোল মডেল হচ্ছে চরফ্যাশন-মনপুরা উপজেলা।
শনিবার (১৫ সেপ্টেম্বর) আমিনাবাদ হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন উপমন্ত্রী।
দৃশ্যমান সব উন্নয়নকে মাথায় রেখে সামনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ।
এর আগে উপমন্ত্রী জ্যাকব চরফ্যাশন উপজেলায় ৫ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক ডাকবাংলোর (লিফটসহ) ভিত্তিপ্রস্তর স্থাপন, চরফ্যাশন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ ও চরফ্যাশনের আসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুপুরে উপমন্ত্রী আহমদপুর ইউনিয়নে সহস্রাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।