খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দনাইশ ও সাতকানিয়ার জয়

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দনাইশ ও সাতকানিয়ার জয়

চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৮ (অনুর্ধ্ব-১৭)’র উপজেলা পর্যায়ে প্রথম রাউন্ডের খেলায় চন্দনাইশ ও সাতকানিয়া ক্রীড়া সংস্থা জয়লাভ করে সেমি ফাইনালে উন্নীত হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ চট্টগ্রাম পটিয়া ভেনুতে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা-আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে, ২য় খেলায় সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা-বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে পারাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়।

আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১ টায় একই ভেনুতে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিকাল ৩টায় চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা, সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে।

চন্দনাইশে জাতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

বৃহস্পতিবার খেলা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে গৌতম বারৈ, আ.ন.ম বদরুদ্দোজা, মোবারক হোসেন, মোমেনা আকতার, সহকারি কমিশনার যথাক্রমে মিল্টন রায়, নিজাম উদ্দিন আহমেদ, জিল্লুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যথাক্রমে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো. এনামুল হক, মো. আবু জাফর, যুগ্ম সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, এমএ কাশেম, ডা. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, আ.ন.ম আবু ছালেহ, নাছির উদ্দিন, মো. মুছা প্রমূখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সিনিয়র খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ : এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৮ (অনুর্ধ্ব-১৭)’র খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে চন্দনাইশ সদরস্থ কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরোয়ার আহসান, একাডেমিক সুপার ভাইজার বিপন চন্দ্র রায়, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, স্কাউট সম্পাদক আবুল বশর, শাহেদ আহমদ, মোজাম্মেল হক, এনামুল হক, মো. আলমগীর, আবদুল মাবুদ, আমিন উল্লাহ, বদর উদ্দিন তুষার, মিশকাত উদ্দিন দিপসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন