চট্টগ্রামে জামাতের আমীর আবার কারাগারে

চট্টগ্রামে জামাতের আমীর আবার কারাগারে

চট্রগ্রাম : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও লোহাগাড়া-সাতকানিয়া আসন থেকে নির্বাচিত সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের চট্রগ্রাম আদালতে আত্মসমর্পন করলে বিচারক শুনানিশেষে জামিন আবেদন বাতিল করে তাকে আবারও কারাগারে পাঠিয়েছেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালতে জামিনের শুনানিশেষে, জামিন আবেদন বাতিল করে তাকে আবারও কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত স্পেশাল-১ এর বিচারক ইসমাঈল হোসেনের আদালতে এ আদেশ প্রদান করেন। সাবেক এম,পি শামসুল ইসলামের পক্ষের আইনজীবী এডভোকেট মঞ্জুর আহমদ আনসারী এই খবরের শত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের ৫টি মামলায় পরিকল্পিতভাবে শামসুল ইসলামকে জড়িয়ে চার্জশিট দেয়া হয়েছে। ওইসব নাশকতা, ভাঙচুর, সরকার উৎখাতে পরিকল্পনাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয় মওলানা শামসুল ইসলামের বিরুদ্ধে।

শেয়ার করুন