বুধবার নাইক্ষ্যংছড়ি আসছেন বীর বাহাদুর

বীর বাহাদুর উশৈসিং এমপি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : এক দিনের সফরে বুধবার (২৬ সেপ্টম্বার) নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্য বিষয়ক
প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার অলিগলি। বিরাজ করছে সাজ সাজ রব। প্রশাসন সূত্র জানান, মন্ত্রির আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে-নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্মুখে দৃষ্টিনন্দন ফোয়ারা নির্ম্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, পার্বত্য উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নাইক্ষ্যংছড়ি কালের চিকন ঘোণায় কালভার্ট উদ্বোধন, হাজী এমএ কালাম সরকারী কলেজে শহীদ মিনার, লাইব্রেরী-কমন রুম, পার্বত্য জেলা পরিষদের তত্ববধানে কলেজের অডিটউরিয়াম ও একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও কলেজের হল রুমে মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার জানিয়েছেন, প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।