ঊনত্রিশ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে

চট্রগ্রাম : নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৭)। এ সময় একটি লবণবাহী ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোডে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

গ্রেপ্তার কৃত দুইজন হলেন রাজশাহী জেলার ছোট বনগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে মো. ফারুক (৩২) ও সুজানগর এলাকার মো. সানোয়ার হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৬)বলে জানা গেছে।

পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল নিমতলা বিশ্বরোডে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে নগরের সীবিচ থেকে ঢাকাগামী একটি বঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৪২) আটক করেন। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে মোট ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় মো. ফারুক ও মো. সিরাজুল ইসলাম নামে দুইজন যুবকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন