চট্টগ্রামে পিস্তল-গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

পিস্তল-গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকা থেকে একটি পিস্তল ও চার রাউন্ড তাজাগুলিসহ স্থানীয় এক যুবলীগ নেতা মো. আলাউদ্দিন আলোকে (৩০) গ্রেফতার করেছে ‍পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত তিনটায় তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। আলাউদ্দিন আলো ২৮ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পুলিশ জানিয়েছে ওই যুলীগ নেতার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজী ও খুনসহ নানা অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) কাইসার হামিদ জানান,  একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলিসহ পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে। বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা হয়েছে।

আওয়ামী ও যুবলীগ সূত্র জানায়, ২০১৫ সাল পর্যন্ত আলো নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে রাজনীতি করতেন। এরপর থেকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে তার ছবিসহ বিভিন্ন এলাকায় ঠাঙানো পোস্টার-ব্যানার দেখা গেছে।

শেয়ার করুন