জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত

থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত

চট্টগ্রাম : ‘‘থাকলে কন্যা সুরক্ষিত,দেশ হবে আলোকিত’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমার উদ্যোগে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলমা’র প্রধান নির্বাহী নারীনেত্রী জেসমিন সুলতানা পারু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সোলায়মান, ইলমা তরুণ আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফোরকান মাহমুদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মালেক, তারেকুল ইসলাম প্রমুখ।

শতাধিক তরুণীর উপস্থিতিতে ইলমা তরুণ আলো কর্মকর্তা জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী জেসমিন সুলতানা পারু বলেন, সামাজিক কুসংস্কারের কারণে কন্যা শিশুরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে। তাদেরকে নানা রকম নির্যাতনের শিকার হতে হচ্ছে বিশেষ করে ঈভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ, ধর্ষণসহ আরো অনেক।

তিনি ছাত্রীদের দৃষ্টি আকর্ষন করে আরো বলেন, নারীদের প্রতি এইসব নির্যাতন বন্ধ করতে হলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত হয়ে সমাজে মাথা উচুঁ করে দাড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে তবেই সমাজে নারীর মর্যাদা সমুন্নত থাকবে।

এইভাবে বাংলার ঘরে ঘরে ফিরে আসবে বেগম রোখেয়া, জাহানারা ইমাম, প্রীতিলতা, ইলা মিত্র ও রমা চৌধুরীর মত কালজয়ী মহিয়সী নারীগন।