

নরসিংদী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ অক্টোবর) দুপুরে নরসিংদীর চিনিশপুর ইউসিবি ব্যাংকের নিচে এ হামলা হয়।
নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোর্শেদ বেসরকারি টেলিভিশন আরটিভি এবং দৈনিক মানবজমিন পত্রিকার নরসিংদীর স্টাফ রিপোর্টার।
স্থানীয়রা জানান, চিনিশপুর ইউসিবি ব্যাংকে একটি কাজে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দুপুরে বাসায় ফেরার পথে ব্যাংকের নিচে স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আগ্নেঅস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
তারা মোর্শেদকে টেনে-হিঁচড়ে জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং এলোপাথারি পেটাতে থাকে। তার চিৎকার শুনে দি বাংলাদেশ টুডের নরসিংদী জেলা প্রতিনিধি সেলিম মিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পেটাতে থাকে।
নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহারিয়ার আলম, তিনি নিজে (ওসি সৈয়দুজ্জামান) ঘটনাস্থলে গিয়ে মোর্শেদকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
“সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে পাঠানোর পরামর্শ দেন।”














