নাইক্ষ্যংছড়িতে তিন দিনব্যাপী জমজমাট উন্নয়ন মেলা শুরু

নাইক্ষ্যংছড়িতে তিন দিনব্যাপী জমজমাট উন্নয়ন মেলা শুরু

নাইক্ষ্যংছড়ি : সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে দেশব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে সরকার। জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা শহরে আর উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা মেলার উদ্বোধন করবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি মেলার উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিবাদ্য ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’।

উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী আয়োজিত মেলায় এবার ৪০টি স্টল স্থান পায়। এতে বিভিন্ন সরকারী দপ্তর ছাড়াও পাহাড়ী সম্প্রদায়ের নানা ধরনের হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নেয়।

এছাড়াও সাদিয়া আফরিন কচির নেতৃত্বে একটি বিশাল র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে মিলিত হয়।

সাদিয়া আফরিন বলেন, এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে । উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার উপর নানা প্রদর্শনী রয়েছে। শিক্ষার্থীদের নিয়ে বাস্তবমূখী সরকারে উন্নয়নের কর্মকান্ড অনুধাবন করার লক্ষ্যে এ মেলা। এই মেলা ৪ থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

.

এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ওসি তদন্ত জায়েদ নূর,পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর প্রতিনিধি খাইরুল বাশার চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগ সাঃ সম্পাদক মো, ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা মুক্তিযুদ্ধা কমেন্ডার মো.রাজা মিয়া, যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দীন, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, সম্পাদক উবাচিং মার্মাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেৃতৃবন্দ উপস্থিত ছিলেন।