শহরে বসে গ্রামে ডাক্তারি করা যাবে না : দিদারুল আলম এমপি

কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করছেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম : শহরে বসে গ্রামে ডাক্তারি করার চিন্তা করা যাবে না। সে দিন শেষ হয়ে গেছে। সরকার কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে অন্তত দুই দিন এমবিবিএস ডাক্তার বাধ্যতামূলক থাকার নির্দেশনা জারি করেছে। তাই এখন শহরে বসে গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারি করার দিন শেষ।

শুক্রবার (৫ অক্টোবর) সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে রহমত নগর আবুল উলাইয়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সেখানে কর্মরত ডাক্তারদের সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীকে সেবা দেওয়া বাধ্যতামূলক করেছে।

এ সময় তিনি বর্তমান সরকার ফের ক্ষমতায় এলে চিকিৎসা সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন এলবিয়ন ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, কমিউিনিটি ক্লিনিকের জন্য জমি দাতা ডা. প্রফেসর আকতারুন্নেসা নিজামী চৌধুরী এবং এস এম আকতার যামীল নিজামী।

শেয়ার করুন