সিভি জমা দিলেই চাকরি উন্নয়ন মেলায়!

সিভি জমা দিলেই চাকরি উন্নয়ন মেলায়!

এম লুৎফর রহমান (নরসিংদী) : উন্নয়ন মেলার জব কর্নারে চাকরি প্রত্যাশীরা সিভি জমা দিচ্ছেন। জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। মেলা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (৪ অক্টোবর) ও দ্বিতীয় দিন শুক্রবার (৫ অক্টোবর) জব কর্নারে ৪শ ৫০ জন চাকরি প্রত্যাশীর সিভি জমা পড়েছে। আজ শনিবার পর্যন্ত আগ্রহীদের সিভি জমা নেওয়া হবে। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, অভিভাবকদের কাছ থেকে শিক্ষিত সন্তানের চাকরি না হওয়ার আকুতি জেনেছি। শিক্ষিত ছেলে-মেয়েরা যাতে বেকার না থাকে, সে প্রত্যাশা সবারই থাকে। আমি উন্নয়ন মেলার মাধ্যমে বেকারদের চাকরির সুযোগ করে দিতে চাচ্ছি। এজন্য জেলার শিল্প মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আমি কথা বলেছি। সে লক্ষে জব কর্নারের মাধ্যমে সিভি জমা নেওয়া হচ্ছে। এখানকার শিল্প প্রতিষ্ঠান গুলোতে সিভি জমা দেওয়া হবে। যত দ্রত সম্ভব ভালো বেতনে যেকোনও পদে চাকরির সুযোগ করে দেবে ওইসব প্রতিষ্ঠান।

সিভি জমা দিলেই চাকরি উন্নয়ন মেলায়!

জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের ছোট-বড় ১০৫টি স্টল বসেছে। যেসব প্রতিষ্ঠানের জন্য সিভি নেওয়া হচ্ছে, সেগুলো হলো-রিজেন্ট ফেব্রিক্স, মমিন টেক্স, আবেদ টেক্স, ড্রিম হলিডে পার্ক, স্যামসাং, আল আমিন ফেব্রিক্স, নদী বাংলা গ্রুপ, আরহাম পেপার মিলস, সোনালী গ্রুপ, অঞ্জনস, রকেট মোবাইল ব্যাংকিং, এম.এম.কে ডাইং, ডায়মন্ড ওয়ার্ল্ড, আর টেক্স ও তিতিল ফার্নিচারসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান।