খাগড়াছড়িতে দুঃস্থদের বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে অনাথ-দুঃস্থ শিশুদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি কৃষি গবেষনা এলাকায় রামকৃষ্ণ সেবাশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় মহাপুরুষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ নিয়ে ধর্মীয় আলোচনা করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম সভাপতি প্রফেসর গুরুপদ পালিত, কৃপারুপ নন্দজি মহারাজ।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ভূবন মোহ ত্রিপুরা, কোষাধ্যক্ষ উত্তম কুমার সরকার প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া।

পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনাথ-দুঃস্থ শিশুদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় অত্র এলাকায় দৃষ্টিনন্দন একটি শ্রী রামকৃষ্ণ মন্দির ও একটি গভীর নলকুপ স্থাপনের কাজ অচিরেই শুরু করা হবে বলে ঘোষনা দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় রামকৃষ্ণ সেবাশ্রমে দুইটি সিলিং ফ্যান দান করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া।