গর্জনিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, নারীসহ আহত ৪

রামুর গর্জনিয়া বাজারে পরিবারিক বিরোধের জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রবিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে সংঘটিত এই ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়ার নুরুল হাকিম খলিফার স্ত্রী সাজেদা বেগম, তার ছেলে আবু রবিন (২০) আবু রাজিব (২২) এবং বাপ্পী (২১)।

ঘটনার বিবরনে জানা যায়, রামু উপজেলার বৃহত্তর গর্জনিয়া বাজারের মসজিদ মার্কেটের মেসার্স এন স্টুডেন্ট টেইলাস নামে একটি দোকানে এক দল দুর্বৃত্ত হামলা চালিয়ে মালামাল ক্ষতিসহ নগদ টাকা লুটপাট করে।

এন স্টুডেন্ট টেইলার্সের মালিক নুরুল হাকিম জানান, রামুর কচ্ছপিয়া ফাক্রির কাটা নুরুল ইসলাম প্রকাশ ভোথায়্যার ছেলে আবদুর শুক্কুর (২৫) তার বোন বেবি আক্তার (৩০) এবং রেজি আক্তার (২৫) সহ আরো ৫/৭ জন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে ওই হামলা করে দোকান ভাংচুর করে দোকানে থাকা কর্মচারীদের মারধর করে নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে গর্জনিয়া পুলিশের এএসআই নুরুল্লাহ সঙ্গীয় ঘটনাস্থল পরিদর্শন করেন এনং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ জানিয়েছে, ওই দোকানের পরিচালক বাপ্পী বাদী হয়ে এই ব্যাপারে রামু থানায় একটি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আছে।

এর আগেও ওই হামলাকারীরা বাপ্পীর দোকানে হামলা চালিয়েছিলে বলে জানা যায়।

এসআই প্রভাত জানান, তিনি এই ব্যাপারে উভয় পক্ষকে রামু থানায় ডেকেছেন। গর্জনিয়া বাজারের ব্যবসায়ীরা এই ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।