সুদীপ্ত হত্যার বিচারের দবীতে ছাত্রলীগের বিক্ষোভ চট্টগ্রামে

সুদীপ্ত হত্যার বিচারের দবীতে ছাত্রলীগের বিক্ষোভ চট্টগ্রামে
সুদীপ্ত হত্যার বিচারের দবীতে ছাত্রলীগের বিক্ষোভ চট্টগ্রামে

চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার বিচারের দানী ও প্রথম স্মরণ সভা বিক্ষোভ করেছেন মহানগর ছাত্রলীগ। এতে ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ছাত্রলীগের রক্তের উপর আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। সুদীপ্তের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত মূল আসামীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। কিন্তু ঘটনার মূল হোতা ও নির্দেশদাতাদের নাম আড়ালে থেকে গেছে।

সোমবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে হত্যা মামলার রায়, মূল হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্মরণসভা ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে ইমু আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ মহাপরিদর্শক ও চট্টগ্রাম পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেও অদৃশ্য শক্তির কারণে, অনৈতিক প্রভাব আর বিশেষ মহলের প্রতিবন্ধকতায় বিগত এক বছরেও নগর সুদীপ্ত হত্যার প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে চট্টগ্রামের নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে সুদপ্তীকে হত্যা করা হয়। পুলিশ প্রশাসনের নিরন্তর প্রচেষ্টার পরেও আসামিদের দেয়া জবানবন্দীতে মূল নির্দেশদাতাদের নাম আড়াল করতে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর বাবর বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ পেশীয় শক্তি প্রয়োগ করবেনা। এক গ্রুপ অন্য গ্রুপের উপর শক্তি প্রয়োগ করবেনা। একে অপরজনকে হত্যা করে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া যায়না। প্রশাসনের কাছে আবেদন সুদীপ্ত বিশ্বাসের হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হোক।

নগর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, লালখান বাজার থেকে সুদীপ্ত হত্যার পরিকল্পণা ও নির্দেশ দেয়া হয়েছে। যারা পরিকল্পণা ও নির্দেশদাতা, তাদের সকলকে মামলায় অন্তর্ভূক্ত করা হোক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তাদের হত্যার বিচার হয়না। প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মী হত্যার বিচার চাই।

সভায় আরো বক্তব্য রাখেন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়ত হোসেন ও নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় মহানগরের ছাত্রলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সকলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন