
চট্টগ্রাম : পরিবারের মরহুম মুরব্বীগণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ইছালে ছাওয়াবের মহামানসে পবিত্র হজব্রত পালনশেষে ‘খতমে কোরআন মাজিদ ও মেজবানের আয়োজন করেছেন কক্সবাজারে বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ট সহচর জয়বাংলা বাহিনী-৭১ এর যুদ্ধাকালীন কমান্ডার প্রবীণ রাজনীতিবিদ কামাল হোসেন চৌধুরী।
দুপুরে কামাল চৌধুরীর নিজ বাড়িতে উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধার সন্তান মাননীয় জেলা প্রশাসক মো: কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ফোরকান আহমদ, কক্সবাজার সরকারি কলেজ অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী ও প্রাক্তন অধ্যক্ষ আবদুল বারী, সোনালী ব্যাংক এজিএম নুরুল হক, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো: ওসমান গনি, সাবেক সদর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: শামসুল হুদা, জেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক মাহবুবুল হক মুকুল, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরুী, জেলা হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হাবিব, পৌর সভাপতি মাওলানা মুবিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা সায়েম হোসেন চৌধুরী, সিনিয়র এড. আব্বাস উদ্দিন চৌধুরী, সিনিয়র এড. বদিউল আলম, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আনোয়ার হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ।
আয়োজনে সহযোগিতায় ছিলেন কক্সবাজারে সাড়ে ৩শ’ বছরের ঐহিত্যবাহী রুমালী ছড়া সমাজ উন্নয়ন পরিষদ। এতে জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যাংকার. সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
অংশগ্রহণ করেন।