কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল

দুই প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা

কক্সবাজার : জেলার সবচেয়ে বড় পেশাদারী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে এবার ৬৫২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী এক বছরের জন্য আইনজীবী সমিতির দায়িত্ব নিতে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী হয়েছেন।

এর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে মাঠে লড়ছেন সভাপতি পদপ্রার্থী এড. মোহাম্মদ ইসহাক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. জিয়া উদ্দিন আহাম্মদ সহ ১৭ জনের প্যানেল। অপরদিকে আছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল থেকে সভাপতি হিসেবে এড. এস এম নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী সহ ১৭ জনের আরেকটি প্যানেল।

আওয়ামী ঘরনার আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন এড. নুরুল আমিন, সহ-সভাপতি এড. মোহামদ জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এড. আবদুল শুক্কুর, সহ-সাধারণ সম্পাদক হিসাব এড. রাহামত উল্লাহ, পাঠাগার সম্পাদক এড. আবুল হোছন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এড. এবিএম মহিউদ্দিন, নির্বাহী সদস্য এড. পীযুষ কান্তি চৌধুরী, এড. আমজাদ হোসেন, এড. আবুল কাশেম, এড. মাহাবুবুর রহমান, এড. নুরুল আজিম, এড. খাইরুল আমিন, এড. সোমেন দেব, এড. সিরাজুল হক চৌধুরী, এড. লিপিকা দাশ।

অপরদিকে বিএনপি জামায়াত ঘরনার প্যানেল থেকে নির্বাচনী প্যানেলে সহ-সভাপতি পদে মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ-সভাপতি এড. রমিজ আহামদ, সাধারণ সম্পাদক (সাধারণ) মোহামদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (হিসাব) এড. মোহামদ এনামুল হক সিকদার, পাঠাগার সম্পাদক মোহাম্মদ এড.শামিমুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এড. ছৈয়দ আলম, নির্বাহী সদস্য এড. আবুল কালাম ছিদ্দিকী, এড. মোহাম্মদ আবুল আলা, এড. সব্বির আহামদ।

শেয়ার করুন