চট্টগ্রামে বৈদেশিক মুদ্রা ও সিএনজিসহ ৪ প্রতারক আটক

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০টি বৈদেশিক মুদ্রা ও ২টি সিএনজিসহ ৪ প্রতারককে আটক করেছে চট্রগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই প্রতারক পালিয়ে যায়।

আটককৃত আসামী- মোঃ এবাদুল (৩৬), মোঃ ইয়ার হোসেন রানা, দ্বীন ইসলাম (৩৮), মোঃ ইব্রাহিম (৪৫)।

পলাতক আসামী- মোঃ তামজিদ আলম তুফান(২৬), মোঃ অন্তর (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়, পলাতক আসামী তামজিদ আলম তুফান ও অন্তরের নেতৃত্বে বৈদেশিক মুদ্রার মাধ্যমে মহানগর এলাকায় প্রতারণা মূলক অপরাধ সংঘটন করে থাকে এবং দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।

আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন