চট্টগ্রামে অস্ত্রসহ দুই ইয়াবা ব্যবসায়ী আটক

চট্টগ্রাম ডবলমুরিং থানা মিস্ত্রি পাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।

আটককৃতরা হলো- ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের পুত্র মো. জসিম (৩৮) ও গদিওয়ালা পাড়ার মেমগলির মৃত নেছারের পুত্র আলাউদ্দিন (২৯)।

এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জানা যায়, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন মিস্ত্রি পাড়া সীমা গার্মেন্টসের পাশে জসিমের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. জসিম একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজি সংক্রান্তে ১৪টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। তার মাদক ব্যবসায় বাধা দিলে সে অবৈধ অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে তা প্রতিরোধ করত। ওই আসামিকে গ্রেফতারের ফলে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়।

শেয়ার করুন