লেবানন থেকে আসছে দুই কোটি ডলারের বিনিয়োগ

বাংলাদেশ ও লেবাননের পতাকা।

লেবাননের রাজর ক্যাপিটাল কোম্পানি দুই কোটি মার্কিন ডলার (১৭০ কোটি ৭০ লাখ টাকা প্রায়) বিনিয়োগ করবে বাংলাদেশে। শুক্রবার (২৬ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার লক্ষ্যে ঢাকায় আসছে লেবাননের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশে লেবানিজ দূতাবাস সূত্র জানায়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার রাজর ক্যাপিটাল কোম্পানির অন্যতম শীর্ষ কর্মকর্তা রামজি ফারাহর সঙ্গে একাধিক বৈঠকে এ বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত হয়েছে। রামজি ফারাহ বিনিয়োগের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার ঢাকায় আসছেন।

সূত্র আরও জানায়, লেবাননের বিনিয়োগকারী রামজি ফারাহ বিনিয়োগ নিয়ে আলোচনার লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। এছাড়া গত বছর বাংলাদেশ থেকেও একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনার লক্ষ্যে লেবান গিয়েছিলেন।

শেয়ার করুন