
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।
নিহত হামিদুল ইসলাম (৩৫) উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামরী গ্রামের বাসিন্দা ছিলেন।
তার নামে থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস।
তিনি দাবি করেন, ভোর ৫টার দিকে খবর আসে, উপজেলার টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া পাহাড়ি এলাকায় সড়কে মাদকের ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে।
খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় এক যুবককে মাটিতে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ওই পরে থাকা যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি এলজি, ১০টি গুলি ও ছয় হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।
ওসি আরও বলেন, ‘নিহত লালাইয়া চিহ্নিত ডাকাত ও ইয়াবাপাচারকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’