নাইক্ষ্যংছড়িতে নৌকা বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসতে হবে : শফিউল্লাহ

নাইক্ষ্যংছড়িতে নৌকা বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসতে হবে : শফিউল্লাহ

বান্দরবানের পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়িতে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করতে দলীয় নেতা কর্মীদের এগিয়ে আহবান জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ।

শুক্রবার (২৬ অক্টোবার) বেলা ১০ টায় স্থানীয় দলীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকাকে বিজয় করতে পার্বত্যজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় এই মন্তব্য করেন নাইক্ষ্যংছড়ির এই নীতি নির্ধারক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. শফি উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে এম শফি উল্লাহ আরো বলেন, পাহাড়ী জনপদের রূপকার, মাটি ও মানুষের প্রিয় মুখ পাচঁবার নির্বাচিত সাংসদ বীর বাহাদুরকে আবারও দলের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচন আওয়ামী লীগের চ্যালেঞ্জের নির্বাচন। এতে আমাদের বিজয়ী হতেই হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলার দলীয় কোন নেতা-কর্মী দলের সিদ্ধান্তের বাহিরে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে কাউকে চুল পরিমাণও ছাড় দেওয়া হবেনা।

তাছাড়া দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়নের রোল মডেল করেছে বিগত সরকার তা পারে নাই। বিরোধী শক্তি শেখ হাসিনার উন্নয়ন দেখে জ্বলে পুড়ে শেষ হচ্ছে। টানা ৩ ঘন্টা মতবিনিময় সভা চলে। এরপর জুমার নামাজের বিরতি দেয়া হয়। নামাজের বিরতির শেষে পুনঃরায় সভা শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় সমাপ্তি ঘটে।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দু রহমান মেম্বার, সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, ডাঃ সিরাজুল হক, এ্যানিং মার্মা, সাংগঠনিক সম্পাদক মংহ্লা মার্মা, সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, আবু ছিদ্দিক কন্ট্রেক্টর, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক্, বাইশারী ইউপি সদস্য মো, আলম কোম্পানী, ঘুমধুম চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি চেয়ারম্যান হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, ডাঃ আজগর আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারেক রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো.হোসেন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো.আলী হোসেন মেম্বার, স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, শ্রমিকলীগ সম্পাদক মো, জহির উদ্দীন, পাইছ অং মার্মা, কৃষকলীগ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, সাধারণ সম্পাদীকা ওজিফা খাতুন রুবী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবাচিং মার্মা।