
চট্টগ্রাম : শহর থেকে দীর্ঘ ২২ কিলোমিটার দূরত্বের পথ পাড়ি দিয়েই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেতে হয় সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রয়োজনের তুলনায় অপ্রতুল শাটলের বগি কিংবা যানবাহন সংকটের কারণে শিক্ষার্থীদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি। শিক্ষার্থীদের এই ভোগান্তি লাঘব করতে অনবদ্য এক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ।
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য পরীক্ষার কথা বিবেচনায় রেখে শহর থেকে চবিগামী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যে বিনামূল্যে দেয়া হয়েছে চারটি বাস সার্ভিস। এব্যাপারে জানতে চাইলে উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিবারই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসেন চট্টগ্রামে। অপ্রতুল যানবাহন সংকটের কারণে শহর থেকে দীর্ঘ এ পথ পাড়ি দিতে শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রী বোনদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি যা একজন শিক্ষার্থীর জন্যে বাড়তি মানসিক চাপের কারণ বলে আমি মনে করি। এসব বিষয়কে বিবেচনায় রেখেই উত্তরজেলা ছাত্রলীগের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ” গ ” অনুষদের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যে শহর থেকে সকাল ৮টায় চারটি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান,উক্ত সার্ভিসের জন্যে শিক্ষার্থীদের কাছ থেকে কোন অর্থ সহায়তা নেয়া হবে না।তবে ৩০ অক্টোবরের পূর্বেই (০১৮১৮১৪১৪৯৩, ০১৮১২০৪৭৭৫২) নাম নিবন্ধন করার জন্যে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি। এছাড়া পরীক্ষাশেষে বাস সার্ভিসগুলো শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেয়ার কথাও জানান তিনি।