নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে তীব্র যানজট

চট্টগ্রাম : টানা দু’দিন ধর্মঘটের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সীতাকুন্ডের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে দুপুরের পর থেকে যানজট আরো বাড়তে থাকে। যানজটের সাথে বাড়ে যাত্রী ও সাধারণ জনগনের ভোগান্তি লক্ষ্য করা গেছে। যানজট নিরসনে অবিরাম কাজ করছে পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। খুব শীঘ্রই মহাসড়ক যানজট মুক্ত হবে।

এদিকে যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূর পাল্লার যাত্রীরা। একদিকে যানজট অপরদিকে এলোপাতাড়ি গাড়ি চলাচলে যানজট আরো বেড়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, দুদিন পর্যন্ত ধর্মঘট করে রাস্তায় নেমেছে ড্রাইভাররা। সড়কে নেমেই যানজটে এমনভাবে গাড়ি রেখেছে পথচারীরা পারাপারেরও সুযোগ নেই! এলোপাতাড়ি গাড়ি রাখার কারনে যানজট আরো বাড়ছে।

শেয়ার করুন