
বান্দরবান প্রেসক্লাব অর্থ-সম্পাদক এনামুল হক কাশেমী বুধবার (৩১ অক্টোবর) ১০টা ৪৫ মিনিটে হিলভীউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
তিনি একাধারে জাতীয় বাংলাদেশ খবর, চট্টগ্রামের দৈনিক অাজাদী ও সংবাদ সংস্থা বাসস এর বান্দরবান জেলা প্রতিনিধি ছিলেন।
এনামুল হক কাসেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব। সংগঠনের সভাপতি শামীম ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন বুধবার সকালে এক বিবৃতিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিতে তারা বলেন, সদা হাস্যজ্জ্বল এনামুল হক কাশেমী বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। এর মাধ্যমে তিনি দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে একদিকে নিষ্ঠাবান ও পরিশ্রমী সাংবাদিক হারিয়েছে গণমাধ্যম এবং অন্যদিকে গণমাধ্যমকর্মীরা তাদের এক প্রিয় সহকর্মীকে হারিয়েছেন।