বিএনপি জনগণের ওপর নির্ভর না করে সন্ত্রাসের ওপর নির্ভর করে। তাই তারা পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলিস্থানের গণগ্রন্থাগার কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
তিনি আরো বলেন, কানাডার আদালত বিএনপিকে ‘সন্ত্রাসী’ সংগঠন বলেছে। আর বিএনপি বলছে সরকার সেদেশের আদালতের রায়কে প্রভাবিত করেছে। তারা দেউলিয়া না হলে এ ধরনের কথা বলতে পারে না।
মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কানাডায় পালিয়ে রয়েছে। আমরা সে খুনীদের ফেরত চেয়েছি। কিন্তু সেদেশে মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তারা বঙ্গবন্ধুর খুনীদের ফেরত দিচ্ছে না।’
আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর সংগ্রামের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ প্রথমে বঙ্গবন্ধু এবং তারপর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দান করেন।’