তিন পুলিশ আহত
টেকনাফে বন্দুক যুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত

টেকনাফে বন্দুক যুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত। একজের ছবি

খাঁন মাহমুদ আইউব (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে বন্দুক যুদ্ধে দুইজন ইয়াবা কারবারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য। নিহতরা হলেন- উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) এবং সাবরাং ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ সৈকত এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময় হয়। সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছামাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

জবাবে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। ঘটনায় পুলিশের এসআই আমির হোছন, কনস্টেবল আব্দুস শুক্কুর, মোহাম্মদ সিকান্দার আলী ও মেহেদী হাসান আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দু’জনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড গুলাবারুদ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সকালে লাশ দুটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।