কক্সবাজারে ইজতেমা শুরু ৬ নভেম্বর

কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিকস পয়েন্টস্থ ঝাউবনে ইজতেমা আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। মঙ্গলবার (৬ নভেম্বর) ও বুধবার (৭ নভেম্বর) ইজতেমা হবে এমনটা জানালেন আয়োজকরা।

‘ভারতের বিতর্কিত ঈমান আক্বিদা পরিপন্থী কুরআন সুন্নাহ বিরোধী বক্তব্য প্রদানকারির যাবতীয় কার্যক্রম কক্সবাজারসহ সারা দেশে নিষিদ্ধ করার দাবিতে’ জেলা প্রশাসক মো: কামাল হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‍

শত-শত মুসলি­ জমায়েত হয়ে জেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাতের ব্যানারে আয়োজিত স্মারকলিপি প্রদানকালে নেতৃত্ব দেন জমিয়তে ওলামায়ে আহলে সুন্নাহ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন, কক্সবাজার ইমাম পরিষদের পক্ষে মাওলানা ইউনুছ ফরাজি, মাওলানা ক্বারি আতা উল্লাহ, মাওলানা ফরিদ, চিরিঙ্গা মাদ্রাসার পরিচালক আনোয়ার চৌধুরী, হ্নীলা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ আলী ও বোয়ালখালি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাঈদসহ অনেকে।

নেতৃবৃন্দ জানান, তাবলীগ-জামায়াতের ব্যানারে ৬ ও ৭ নভেম্বর দুদিনের ইজতেমা চলবে। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

শেয়ার করুন