হিথ্রো বিমানবন্দরে নেশাগ্রস্ত পাইলট গ্রেফতার

জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নেশাগ্রস্ত অবস্থায় জাপান এয়ারলাইন্সের এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে। কাতসোতোশি জিতসোকাওয়া (৪২) নামের ওই পাইলট বৈধতা থেকে নয় গুণ বেশি মদ পান করেছেন বলে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮ অক্টোবর) ফ্লাইট উড্ডয়নের ৫০ মিনিট আগে তিনি শ্বাস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর রানওয়েতে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকা ওই ফ্লাইটটি নির্দিষ্ট সময় থেকে ৬৯ মিনিট বিলম্ব করে উড্ডয়ন করে অন্য পাইলট নিয়ে।

পরে বৃহস্পতিবার (১ নভেম্বর) তাকে অক্সব্রিজের একটি ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয় এবং সেখানে তিনি দোষী সাব্যস্ত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, জিতসোকাওয়ার প্রতি ১০০ মিলিমিটার রক্তে ১৮৯ মিলিগ্রাম মদ বিদ্যমান ছিল। যুক্তরাজ্যে সাধারণ মানুষের রক্তে ৮০ মিলিগ্রাম মদ থাকা স্বাভাবিক হলেও একজন পাইলটের এ পরিমাণ রক্তে ২০ মিলিগ্রাম মদ থাকা বৈধ।