
ঢাকা-চট্টগ্রাম রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরবাজার রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) দুপুরে পূবাইল থানাসংলগ্ন মিরের বাজার-ভোগরা হাইওয়ে তালটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে মীরেরবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ওই ব্যক্তি কিশোরগঞ্জগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে। এতে শরীর কয়েক খন্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।