চসিকের ৪৭ স্কুলের ফলাফল অনলাইনে প্রকাশ

.

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনাধীন ৪৭টি বিদ্যালয়ে এবার প্রথমবারের মত এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে অনলাইনে। ধারাবাহিকভাবে আন্তঃস্কুলের অন্য পরীক্ষার ফলাফলও অনলাইনে প্রকাশ করবে চসিক।

রোববার (৪ নভেম্বর) অনলাইনে প্রকাশিত ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এবার এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬৬০ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৭০৪৯ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৮৪৭ জনের মধ্যে পাস করেছে ৬২৯৩ জন। বাকি ৫৫১ জন অকৃতকার্য হয়। নিয়মিতের পাসের হার ৯১ শতাংশ।

একইসাথে নির্বাচনী পরীক্ষায় ৪৯২ জন এফ গ্রেড শিক্ষার্থী অংশ নেয়। তারা শতভাগ উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ৭৩৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭৮৮ জন পাস করেছে। পাসের হার ৯২.৫ শতাংশ।

নির্বাচনী পরীক্ষায় নিয়মিত পর্যায়ে বিজ্ঞান বিভাগে ১৯৫৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭৩০ জন এবং মানবিকে ১১৫৯ জন অংশ নিয়েছে।

এবার পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, কদম মোবারক সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় এবং হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

অনলাইনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা-স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আবুল হোসেন, শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষক অানিসুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন