পুনরায় উপাচার্য হওয়ায় ড. গৌতম বুদ্ধ দাশকে সংবর্ধনা

বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভিনন্দন জানান।

দ্বিতীয় মেয়াদে নিয়োগ লাভ করায় সকালে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামো ক্ষেত্রে সিভাসু’র বর্তমান অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী চার বছরে সিভাসু’কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, আবাসিক হল, বিভাগ ও অফিস, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও ইউনিয়ন এবং ছাত্র সংগঠনের নেতারা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন