
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক জানান, রোববার (১১ নভেম্বর) উচ্চ আদালত থেকে বিএনপি নেতা আমীর খসরুর জামিনলাভের কাগজপত্র কারাগারে আসে।পরে তা যাচাই করে সোমবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ফাঁস হলে উস্কানির অভিযোগে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) এই মামলায় গত ২১ অক্টোবর কারাগারে পাঠায় আদালত।