ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
পুলিশ সদস্য অনৈতিক কাজে জড়ালেই ব্যবস্থা

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি

‘পুলিশের কোনো সদস্যের আইন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজারবাগে এসআই শহীদ শিরু মিয়া মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

পুলিশের কেউ যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে কঠোর তদারকি করার নির্দেশ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একটি শৃঙ্খলা রক্ষাকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান। ডিএমপি এ ক্ষেত্রে অগ্রগণ্য। পুলিশের খেলাধুলা ও সংস্কৃতিচর্চা সবকিছুতেই ডিএমপি এগিয়ে। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ থাকা চাই।

কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যতম মাধ্যম। বিশেষ করে মেয়েদের আউটডোর এবং ইনডোর সব জায়গাতেই খেলাধুলায় আরো সুযোগ করে দিতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন