

চট্টগ্রাম : আগামী ২২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল আড়াইটায় চট্টগ্রাম এম.এ.আজিজ ষ্টেডিয়ামে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ ২০১৭-১৮।লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও বিসিআইসি ক্রীড়া সংসদ প্রতিদ্বন্দ্বিতা করবে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজনে লীগে ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো : চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, মাদারবাড়ী উদয়ন সংঘ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, শতদল ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম), চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, কাস্টমস স্পোর্টস ক্লাব, বিসিআইসি ক্রীড়া সংসদ।
খেলা শুরুর আগে মঙ্গলবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংস্থা।
সরাসরি লীগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৪৫টি খেলা হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৮ লক্ষ টাকা। স্পন্সর প্রতিষ্ঠান ৫ লক্ষ টাকা প্রদান করবেন। অবশিষ্ট টাকা নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের মিডিয়া এডভাইজার জনাব মোহাম্মদ উসমান গণি চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি এ্যাড.শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোঃ হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সাবেক জাতীয় ফুটবলার আশিষ ভদ্র, ইসমাইল কুতুবী, ইবাদুল হক লুলু,দীপক বড়ুয়া, আ.ন.ম কুদ্দুস, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, ওসমান গণি রানা, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, সিডিএফএ কাউন্সিলর জসিম উদ্দীন, সাবেক ফুটবলার মোঃ কাশেম প্রমুখ।















