মৎস্যজীবীদের সাংবাদিক সম্মেলন
জলদস্যুদের নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মৎস্যজীবীদের সাংবাদিক সম্মেলন

চট্টগ্রাম : বঙ্গোপসাগরে ফিশিং বোটে ডাকাতি, লুটতরাজ, মাঝি-মল্লাদের খুন, অপহরণ থেমে নেই। সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনী দস্যুদের বিরুদ্ধে অভিযানের মধ্যেই চলছে এসব দস্যুপনা। সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) নগরীর ফিসারি ঘাট নতুন মাছ বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ভুক্তভোগী মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গোপসারের এ চিত্র সকলেই জানেন। তবে মাঝে মাঝে মৎস্যজীবিদের উপর দস্যুদের নিষ্ঠুরতা বেড়ে যায়। আমাদের সমিতির মাধ্যমে অসহায় এই সাগরজীবী জনগোষ্ঠীকে রক্ষার জন্য সরকারের বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাক্তিবর্গের প্রতি আবেদন নিবেদন করি এবং যখন পত্রিকায় সংবাদ প্রচার হয় তখন সাগরে দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী কিছু কিছু সফল অভিযান পরিচালনা করেন। তখন জলদস্যুদের তৎপরতা কিছুদিন একটু কমে, আবার কিছুদিন পর যখন নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ হয়ে যায় দস্যুদের তৎপরতা আবারও বেড়ে যায়। এই ভাবে গত বৎসর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সফল অভিযানের ফলে জলদস্যুদের তৎপরতা কিছুদিন কমলেও সম্প্রতি চলিত মাসের প্রথম থেকে আবারও দস্যুদের তৎপরতা বেড়ে গিয়ে এই পর্যন্ত প্রায় অর্ধশতাধিক বোটে জলদস্যুরা লুটতরাজ চালিয়েছে, অনেক মাঝি মাল্লাকে অপহরণ করে নিয়ে গেছে। তাই জলদস্যুদের নির্মম অত্যাচার নির্যাতনে নিহত, আহত ও পঙ্গু হয়ে সাগরজীবী আর কোন পরিবার যেন সাগরপাড়ে দাড়িয়ে, বিশাল জল রাশির পানে তাকিয়ে চোখের জলের বুক ভাসাতে না হয় সেই জন্য সাগরের এই চিত্র সংবাদের মাধ্যমে তুলে ধরে সরকার ও রাষ্ট্রযন্ত্রকে স্থায়ী ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহবান জানাচ্ছি।

মৎস্যজীবীদের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বাবুল সরকার

সরকারের হস্তক্ষেপ কামনা করে সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব হাজী আমিনুল হক বাবুল সরকার, সভাপতি নুর হোসেন সওদাগর, হাজী মোঃ আলী, হাজী দেলোয়ার হোসেন, শামসুল আলম জগলু, হাজী শাহদাত হোসেন, সিব্বির প্রমুখ।

শেয়ার করুন