চিশতিয়া জামে মসজিদে ঈদ-এ-মিল্লাদুন্নবী পালিত

গাউছিয়া খানকায়ে চিস্তীয়া দরবার শরীফ চিশতিয়া জামে মসজিদ এ ঈদ-এ-মিল্লাদুন্নবী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বক্তরা

চট্টগ্রাম : নগরীর ঈদগাহ ঝর্ণাপাড়াস্থ নূর হোসেন কন্ট্রাঃ বাড়ী গাউছিয়া খানকায়ে চিস্তীয়া দরবার শরীফ ও চিশতিয়া জামে মসজিদে ঈদ-এ-মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ৩ দিনব্যাপী পবিত্র জশনে জুলুশে ঈদ-এ-মিল্লাদুন্নবী (সাঃ) ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ঝর্ণাপাড়া চিশতিয়া জামে মসজিদ ইউনিট শাখার উদ্যোগে আলহাজ্ব মোঃ আবু ছিদ্দিক। প্রধান মেহমান ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্ধসঢ়;রাসা’র আরবি প্রভাষক হযরতুলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন, বায়েজিদ অক্সিজেন ফকিরাবাদ বায়তুন নুর শাহী জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা মোঃ ওমর ফারুক নঈমী, বিশেষ অতিথি ছিলেন, ঝর্ণাপাড়া চিশতীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ এনামুল হক আল কাদেরী, ঝর্ণাপাড়া চিশতীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফরহাদ রেজা কাদেরী।

হামদ-নাত পরিবেশন করেন হাফেজ মোঃ আবুল হাসনাত রাহিম, মোঃ আবু জুনায়েদ হোসেন সায়িম মাদানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল খায়ের মাঝি, মোঃ আবু তাহের রানা, মোঃ নাছির সওদাগর, এম এ হান্নান কাজল প্রমুখ।

শেয়ার করুন