৬ আসনে সম্পূর্ণ ভোট হবে ইভিএমে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব (ইসি) হেলালুদ্দীন আহমদ (ফাইল ছবি)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে সম্পূর্ণ ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম ব্যবহার সংক্রান্ত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব (ইসি) হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘৩০০ আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা জানা যাবে ২৮ নভেম্বর।’

ইসি সচিব বলেন, ‘দৈবচয়নের ভিত্তিতে আসনগুলো বাছাই করা হবে। আর আসনগুলো হবে সিটি করপোরেশন ও শহর এলাকায়।’

মোট ছয়টি আসনের কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আসন নির্ধারণ করা হয়নি, তাই গড়ে দেড়শটি করে কেন্দ্র ধরে নিলে মোট ৯০০ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হতে পারে।’

বৈঠকে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

শেয়ার করুন