
মনোনয়ন তালিকা অফিসিয়ালি প্রকাশ করা হয়নি দাবী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, আমরা মনোনয়নের তালিকা করেছি, কিন্ত সেটা প্রেসের জন্য নয়। আমরা যাদের মনোনয়ন দিইনি, তাদের নাম মিডিয়ায় এসেছে। এতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো, আমরা আমাদের মনোনয়ন তালিকা অফিসিয়ালি প্রকাশ করার আগে লোকের মুখে শুনে কিছু লিখবেন না। এভাবে লিখলে আমাদের প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে।