

চট্টগ্রাম : আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১০ আসনে (ডবলমুরিং) মনোনয়ন লাভের পর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডা. আফছারুল আমিন।
সোমবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় আন্দরকিল্লার নগর ভবনে মেয়রের দফতরে আসেন ডা. আমিন।
এ সময় দুই নেতা আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানামুখী আলাপ-আলোচনা করেন। ডা. আফছারুল আমিন নির্বাচনে মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আফছারুল আমিন সেবা সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডে সৃষ্ট দুর্ভোগ ও ভোগান্তি নিরসনের উদ্যোগ বাস্তবায়নে মেয়রের প্রশংসা করেন।
মেয়র আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে নগরের রাস্তা -ঘাট সংস্কার, মেরামত কাজ সম্পন্নকরণ এবং ডিসেম্বর মাসে সেবা সংস্থাগুলোকে রাস্তা না কাটার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।
এ সময় চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান একেএম ফজলুল্লাহ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ চট্টগ্রাম -১০ আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।