

কান্নায় ভেঙে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রত্যয়নপত্র হস্তান্তরের আগে বক্তব্য দিতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন তিনি।
কান্না চাপতে না পেরে একপর্যায়ে তিনি টিভি ক্যামেরা বন্ধ রাখতে অনুরোধ করেন এবং পকেট থেকে রুমাল বের করে চোখ মুছেন। কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নের চিঠি তার নির্বাচনী এলাকার প্রতিনিধির হাতে তুলে দেয়ার সময় ডুকরে কেঁদে ওঠেন তিনি। খালেদা জিয়া ফেনী-১ ও বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন নিয়েছেন।
এ সময় ফখরুল বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই প্রথম একটা নির্বাচনে অংশ নিতে চলেছি আমাদের চেয়ারপারসনকে ছাড়া। তিনি (খালেদা জিয়া) কারাগারে। সরকারের প্রচণ্ড প্রতিহিংসামূলক মামলা ও কলাকৌশলে তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। আমরা দেশনেত্রীর মনোনয়নপত্র তার প্রতিনিধিদের কাছে তুলে দিয়ে এ কার্যক্রমের সূচনা করছি।
তিনি বলেন, কেবল খালেদা জিয়া নন, বিএনপি ও বিরোধী দলের ‘অসংখ্য’ নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। তারা ‘নির্যাতনের শিকার’ হচ্ছেন। দেশে এখন সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। প্রশ্ন আসবে- তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি কেন? নির্বাচনে যাচ্ছি দুটি কারণে। নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি আন্দোলন সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণের ভোটাধিকার ফেরত আনতে চাই।
জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার কথা তুলে ধরে ফখরুল বলেন, একটি দাবিতে সবাই একমত, দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরাচারকে দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিএনপি মহাসচিব বলেন, নীতিগত সিদ্ধান্ত নিয়ে আমরা প্রত্যেকটি আসনে দুইজন করে প্রার্থী প্রাথমিক মনোনয়ন দিচ্ছি। কোনো কারণে একজনের না হলে পরেরজন যাতে সুযোগ পান- এজন্য এই সিদ্ধান্ত। আর আমাদের সিনিয়র নেতারা যেখানে যারা আছেন, তারা মনোনয়ন পেয়েছেন।