
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া সৈকতে সপ্তাহ ধরে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ হানিফ ড্রাইভার (২৮) বলে জানা গেছে।
টেকনাফ থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার (২৯নভেম্বর) সকালে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া সৈকতে পরিত্যক্ত এক যুবকের লাশের সংবাদ পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়ানা তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবী গত ৮দিন ধরে তার কোন হদিস পাওয়া যাচ্ছিলনা। নিখোঁজের আটদিন পর তার লাশের খবর পায় পরিবার।