পরিবহন ধর্মঘটে প্রাণ দিলেন শাহ আলম

সংঘর্ষে আহত শাহ আলম। ছবি সংগৃহীত

ঢাকা : রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় ধর্মঘটী পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে আহত বৈশাখী পরিবহনের বাসচালক শাহ আলমকে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সদস্যসহ আরও তিনজন। এসময় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল ১০টায় এ সংঘর্ষ হয়। আহত ওই ব্যক্তিকে তখন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম শাহ আলম। তিনি বৈশাখী পরিবহনের বাসচালক বলে জানা গেছে।

গাবতলীতে অবস্থানরত শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে সকাল পৌনে ১০টার দিকে দাঙ্গা পুলিশকে নিয়ে অভিযানে নামে র্যাব ও পুলিশ। তার আগে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। তবে এখন শ্রমিকদের সরিয়ে দিয়ে টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকালে শ্রমিকরা পুলিশ-ৠাবকে আক্রমণ করতে চাইলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এসময় শাহ আলম সহ তিনজন আহত হন। অভিযানকালে গাবতলী এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়।

ঘটনাস্থলে থাকা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ জানিয়েছেন, মিরপুর-পল্লবীসহ ওই এলাকার সব থানার ওসি এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ধর্মঘটীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা তৎপর হয়েছেন।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় ঘাতক বাসের চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।

শেয়ার করুন