ইয়াবাসহ কক্সবাজার জেলা সমবায় পরিদর্শক আটক

কক্সবাজার জেলা সমবায় অফিসের পরিদর্শক জহির আহমদ

আনোয়ার হাসান চৌধুরী: ইয়াবাসহ আটক হয়েছে কক্সবাজার জেলা সমবায় অফিসের পরিদর্শক জহির আহমদ।
তিনি রেজু ব্রীজ এলাকায় বিজিবির হাতে রোববার (৯ ডিসেম্বর) দুপুরে আটক হন।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় খবরের সত্যতা নিশ্চিত করে রামু থানা অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর জানিয়েছেন, এ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে।

রামু থানার ডিউটি অফিসার মাহবুবুর করিম জানান, ১৯৫০ পিস ইয়াবাসহ জহিরকে আটক করেছিল বিজিবি। পরে তাকে রামু থানায় প্রেরণ করা হয়। তাকে চালান দেয়া হয়েছে।

জেলা সমবায় কর্মকর্তা আবদুল লতিফ জানান, পরিদর্শক জহিরের আটকের বিষয়টি শুনেছি। দাপ্তরিকভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিভাগীয় সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম ফোনে আটক জহিরের ব্যাপারে খোঁজ নেয়ার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

অভিযোগ রয়েছে, এর আগেও জহির একটি অপরাধমূলক কাজে আটক হয়েছিলেন। দীর্ঘদিন ধরে কৌশলে তিনি ইয়াবা ব্যবসা করে আসছেন। আটক জহির টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত মিয়া হোসেনের পুত্র।