বিজয় দিবসের আলোচনা সভা
ভোট হাইজাকারদের পরাজিত করতে হবে: আমীর খসরু

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমীর খসরু

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বিএনপির মনোনিত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছি। নির্বাচনী এই আন্দোলনে আমাদের জয়ী হতে হবে। নির্বাচনী কৌশলে জয়ী হওয়ার মাধ্যমে ভোট হাইজাকারদের পরাজিত করতে হবে।

তিনি শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে নাসিভবনস্থ দলীয় কার্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনী আন্দোলনে জয়ী হওয়ার মাধ্যমে আমরা ফিরে পাবো আমাদের গণতন্ত্র, নাগরিক অধিকার ও দেশের মালিকানা। আমরা দেশের মালিকনা ফেরত দেয়ার কথা বলছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদ্বন্ধি কোন রাজনৈতিক দল নয়, আমাদের প্রতিদ্বন্ধি হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। এই রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করেই আমাদের নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হচ্ছে। এই সরকার ইতোমধ্যে নির্বাচনে পরাজিত হয়ে গেছে। এখন তারা বিভিন্ন কলাকৌশলে নির্যাতন চালাচ্ছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহনওয়াজ।

এতে আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সহসভাপতি এড. মফিজুল হক ভূইয়া, সফিকুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, সহ সাধারণ সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার।

নগর বিএনপির প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মোমিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, নগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম সরওয়ার আলম, কুটির শিল্প সম্পাদক আবদুন নবী প্রিন্স, নগর উন্নয়ন সম্পাদক জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, চকবাজার থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রহমান বাবুল, নগর বিএনপির সহ সম্পাদক ইদ্রিস আলী, এড. সেলিম উদ্দিন শাহীন, সফিক আহমেদ, আবুল খায়ের মেম্বার, ইউসুফ আলী, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, সদস্য মঞ্জুর কাদের মিন্টু, হামিদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন