

চট্টগ্রাম : রাঙ্গুনিয়ার এক দিনমজুরের মেয়ে আনোয়ারা বাঁচতে চায়। সে জটিল রোগে আক্রান্ত। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিসিৎসাধীন আছেন। তার পিতা আবদুল জলিল বলেন, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে যেতে হবে। তাতে অনেক টাকার প্রয়োজন কিন্তু এতো টাকা যোগার করা তার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।
আনোয়ারা বেগম রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিনমজুর আবদুল জলিলের মেয়ে। সে একটি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। ইতিমধ্যে দেশের ছোট-বড় প্রায় সব হাসপাতালেই সে চিকিৎসা নিয়েছে। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন।
ডাক্তার জানিয়েছেন, আমাদের চেষ্টার কোন ত্রুটি রাখছি না। তবে তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুততর সময়ের মধ্যে ভারতে নিয়ে যেতে হবে। ডাক্তারের কথা শুনে দরিদ্র পিতার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি কোমর ভেঙ্গে বাড়ীতে বসে দিন যাপন করছে।
আনোয়ারার মাও যেন নিঃস্তব্ধ। তিনি বলেন, ২ ছেলে ও তিন মেয়ের ভরনপোষন মেটাতে হিমশিম। তার উপর মেয়েটার এঅবস্থা। মেয়ের এই জটিল রোগের চিকিৎসায় বহু ধার-দেনায় জর্জরিত। তিনিও সমাজের সকলের কাছে সাহায্য চেয়েছেন।
যোগাযোগে : ০১৮২৪৮৯৯৫৫২, সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ নম্বর ০১৮৭৫৩৭৮২৪৩ অথবা রাঙ্গুনিয়া রোয়াজার হাট শাখার সোনালী ব্যাংক হিসাব নং- ০৮২৪৩০১০১০৮৮৭।